২ মিনিটে পা ফাটার সমস্যা দূর করার - সঠিক উপায়
পেজ সূচিপত্রঃ ২ মিনিটে পা ফাটার সমস্যা দূর
- ২ মিনিটে পা ফাটার সমস্যা দূর
- রান্না ঘরের মসলাতেই দূর হবে পা ফাটা
- পা ফাটা দূর করতে পেঁয়াজের জাদুকারি পদ্ধতি
- শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়
- পায়ের গোড়ালি কেন ফাটে
- কি করলে পা ফাটবে না
- পা ফাটার হাত থেকে বাঁচার উপায়
- পা ফাটা দূর করার ওষুধ
- কোন ভিটামিনের অভাবে পা ফাটে
- বদ অভ্যাস বদলানো দরকার
- শেষ কথা: ২ মিনিটে পা ফাটার সমস্যা দূর করার উপায়
২ মিনিটে পা ফাটার সমস্যা দূর করার উপায়
২ মিনিটে পা ফাটার সমস্যা দূর? শীত মানেই ত্বকের জন্য দুঃসংবাদ বটে। শীত আবহাওয়া আমাদের তো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। মুখ হাত-পা সব খসখসে অমলিন হয়ে যায়। আমাদের ত্বকের যত্নে আমরা কমবেশি মনোযোগী হলেও পায়ের ব্যপারে তেমন কোন সচেতনতা নেই বা মনোযোগী নয়। আপনাকে সারাদিন পায়ের উপর নির্ভর করে চলতে হয়। কিন্তু দিনশেষে আপনি কখনোই নিজেই আপনার পায়ের যত্ন নিতে পারেন না। যে পা দুটি আমাদের সারাদিন বহন করে তার প্রতি যত্নশীল তো আমাদের হতেই হবে।
চলুন তাহলে পায়ের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি। শীতের পা ফাটার সমস্যা প্রায় সবারই হয়ে থাকে। কোমল প্রাণহীন পাও হয়ে পড়ে খসখসে অমলিন অসুন্দর। পা ফোটার কারণে দেখতে তো অসুন্দর লাগেই। এটি অস্বস্তি ও যন্ত্রণার হয়ে দাঁড়ায়। পা তো ধুলাবালির কাছাকাছি সর্বদাই থাকে। তাই পা পরিষ্কার রাখা জরুরী। পা ফোটা সমস্যা দেখা দিলে সময় নেবেন না, দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। শীতের সময় পা ফাটার সমস্যা যদি আপনারও হয়ে থাকে।
তাহলে দেরি না করে দ্রুত আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং পা ফাটা দূর করুন। প্রতিদিনের ছোট ছোট কিছু কাজ আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। আবার সেই ছোট ছোট কিছু কাজ সমস্যা থেকে মুক্ত করতে পারে। নিয়ম মেনে যত্ন নিলে শীতেও পা মোলায়েম এবং সফট হবে।
দুই মিনিটের যত্নে কোমল হবে পা
- একটি বলে শ্যাম্পু মেশানো হালকা গরম পানিতে পা দুখানা ভিজিয়ে রাখুন।
- এরপর পা তুলে জামা বা পাথর দিয়ে রুক্ষ শুষ্ক জায়গাটি একটু ঘুষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- এবার পা ভালোভাবে মুছে, ক্রিম মেখে মোজা পরে নিন। ঘুমের আগে পায়ে ভালোভাবে ময়েশ্চারাইজার মাখলে পা ফাটা রোদ হবে।
দুই মিনিটে মৃত কোষ পরিষ্কার
- চালের গুড়ার মাধ্যমে স্ক্রাব করা যায়।
- মধু লেবু দিয়ে স্ক্রাব করা যায়।
- দুধের সর দিয়ে স্ক্রাব করা যায়
- স্ক্রাব করার পরে পা শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে নিন।
- পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ক্রিম লাগিয়ে রাখুন তাহলে পা ফাটা দ্রুত দূর হবে।
২ মিনিটে পায়ের যত্নে ভিটামিন ই ক্যাপসুল এর ব্যবহার
-
প্রথমে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ছোট্ট একটি ফটো করে ভেতরের অয়েলটুকু
বের করে নেবেন।
-
এবার ভিটামিন ই ক্যাপসুলের অয়েলের সাথে সমপরিমাণ পেট্রোলিয়াম জেলি মিক্স
করে নেবেন।
-
রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানিতে পা পরিষ্কার করে নিয়ে এই মিক্স
প্যাকটি পায়ে লাগাবেন।
- মিশ্রণটি লাগানো হয়ে গেলে, মোজা পড়ে নেবেন এবং ঘুমাতে যাবেন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার পা ফাটা গায়েব ম্যাজিকের মত।
অ্যালোভেরা জেল এবং অলিভ অয়েল ব্যবহার
গোসলের পর পায়ের যত্ন
বাহিরে বের হওয়ার আগের প্রস্তুতি
রান্না ঘরের মসলাতেই দূর হবে পা ফাটা
রান্না ঘরের মসলাতেই দূর হবে পা ফাটা? শীতকালে নানান সমস্যায় জর্জরিত হয়ে থাকে প্রতিটা মানুষ। ঠোঁট ত্বক পা ইত্যাদি সমস্যা হয়ে থাকে। শীতে পায়ের গোড়ালি ফাটা একটি কমন সমস্যা। বেশিরভাগ মানুষের শীতে পায়ের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন। ভাবেন কিভাবে দূর করবে এ পা ফাটা? কি করে সম্ভব পা ফাটা দূর করা ইত্যাদি বিষয় নিয়ে ভাবতে ভাবতে সময় পার করে দেন। পা ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। যে সকল উপাদান দিয়ে পা ফাটা দূর হবে তা নিচে উল্লেখ করা হলো:
- পেঁয়াজ দিয়ে
- হলুদ গুঁড়ো দিয়ে
- সরিষার তেল দিয়ে ইত্যাদি
পা ফাটা দূর করতে পেঁয়াজের জাদুকারি পদ্ধতি
পা ফাটা দূর করতে পেঁয়াজের জাদুকারি পদ্ধতি? ঘরোয়া উপায় পা ফাটা দূর করতে পেঁয়াজের জাদুঘরের পদ্ধতি অতুলনীয়। কেননা পা ফাটা দূর করতে পেঁয়াজের অনেক গুনাগুন রয়েছে। আসুন আমরা জেনে নিই ঘরোয়া উপায় পেঁয়াজ দিয়ে কিভাবে পা ফাটা দূর করা যায়।
ত্বকের শুষ্কতা রক্ষা
ত্বক কোমল রাখতে সাহায্য করে
ফাটা দাগ দূর করতে পেঁয়াজের ব্যবহার
আরো পড়ুনঃ নিজেকে সুস্থ রাখতে সহজ ১২টি উপায়
ত্বক নরম রাখে পেঁয়াজ
শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়
শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়? পা ফাটার সমস্যা এমন একটি সমস্যা যা কমবেশি সকলেরই হয়ে থাকে। সঠিক সময়ে এই পা ফোটার সমস্যা দূর করতে চাইলে সঠিক পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। পায়ের গোড়ালিতে ফেটে যাওয়ার সমস্যার ঝামেলা বেশিরভাগ সব মানুষকেই পোহাতে হয়। এ সমস্যাটি খুব বেশি হলে মারাত্মক মনের না করে সঠিক সমাধানের মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত। যেসব কারণে এই সমস্যাটা হয়ে থাকে, তা হল পা অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া, মশ্চারাইজার সঠিক সময় ব্যবহার না করা, পায়ের সঠিক যত্ন না নেওয়া, অস্বাস্থ্যকর খাদ্যভাস এবং সঠিক জুতা নির্বাচন না করা এর মাধ্যমে পা ফোটার সমস্যা বেশিরভাগ হয়ে থাকে।
চালের গুড়ার ব্যবহার
নিম পাতার ব্যবহার
পায়ের গোড়ালি কেন ফাটে
- শরীরের ভিটামিনের অভাব হলে পা ফেটে যায়। বেশিরভাগ মানুষকেই পা ফাটা সমস্যা ফেস করতে হয়। মানব দেহে ভিটামিন, আয়রনের ঘাটতি, জিংক ইত্যাদি কারণে পা ফেটে যায়।
-
মানবদেহে পানি শুন্যতার কারণে বেশিরভাগ সময় পা ফেটে যায়। পা ফাটা দূর
করতে নিয়মিত পানি খাওয়া প্রয়োজন।
-
ডায়াবেটিস রোগীদের স্নায়জনিত কারণে পায়ের আদ্রতা হারিয়ে ফেলে।
ডায়াবেটিস রোগীদের বেশিরভাগ সময় পা ফাটা সমস্যার ভুগতে হয়।
-
খুব বেশি গরম পানিতে গোসল করা উচিত না। খুব বেশি গরম পানিতে গোসল করলে, দূর
ধুলাবালি দীর্ঘদিন ধরে পায়ের লেগে থাকলে, সময় মতো পায়ের যত্ন
না নিলে, অপরিচ্ছন্ন জুতা ব্যবহার করলে ইত্যাদি কারণে সমস্যা দেখা
দেয়।
-
হালকা পা ফাটা জায়গায় জোরে জোরে চামড়া তুলে ফেরার কারণে এ
সমস্যা বৃদ্ধি পায়।
-
অনেক সময় জেনেটিক কারণেও পা ফাটার সমস্যায় ভুগতে হয়। যেমনঃ যদি বাবা-মা
বা বংশের কারক এ সমস্যা থেকে থাকে। তাহলে এই সমস্যাগুলি তাদের বংশধর যেমনঃ
ছেলে-মেয়েদের হতে পারে।
কি করলে পা ফাটবে না
কি করলে পা ফাটবে না? বেশিরভাগ মানুষেরই পা ফাটার সমস্যা হয়ে থাকে। এ সমস্যার থেকে বাঁচার জন্য অনেক টোটকা ব্যবহার করে থাকে। সঠিকভাবে সঠিক উপায় যদি টোটকা ব্যবহার না করা হয় তাহলে পা ফাটা সমস্যা থেকে যায়। পা ফাটা রোধে যে সকল উপাদান ব্যবহার করা হয়ে থাকে, তা হলঃ
মধুর ব্যবহার
পা ফাটাই গোলাপজল এবং গ্লিসারিন এর ব্যবহার
পা ফাটাই কলার ব্যবহার
লেবুর রসের ব্যবহার
লবণ গরম পানি ব্যবহার
পা ফাটার হাত থেকে বাঁচার উপায়
পা ফাটার হাত থেকে বাঁচার উপায়? আপনি যদি পা ফাটার সমস্যায় ভুগেন তাহলে খুব মনোযোগ সহকারে আমাদের আর্টিকেলটি পড়তে পারেন। আমাদের আর্টিকেলটিতে খুব গুরুত্ব সহকারে পা ফাটার সমস্যা থেকে বাঁচার উপায়গুলো বর্ণনা করা হয়েছে। বেশিরভাগ মানুষই পা ফাটার সমস্যায় ভোগেন। পা ফাটার সমস্যা এমন একটি সমস্যা যা, কারো সাথে শেয়ার করা যায় না। ঘরোয়া উপায় কিছু টোটকা রয়েছে, যার মাধ্যমে পা ফাটার সমস্যা দূর করা যায়। যেমনঃ মধুর মাধ্যমে পা ফাটা দূর করা যায় কেননা মধু একটি প্রাকৃতিক এন্টি সেপটিক ও অ্যান্টিবায়োটিক ঔষধ। যা পা ফাটা রোধে আপনাকে অনেক সাহায্য করবে।
- অ্যালোভেরা ব্যবহারের মাধ্যমে আপনি পায়ের যত্ন নিতে পারেন। পায়ের যত্নে কমবেশি আমরা এতটা গুরুত্ব সহকারে খেয়াল করি না। যার কারণে আমাদের পায়ের ত্বক রুক্ষ-শুষ্ক ও অমলিন হয়ে যায়। পায়ের ত্বক নরম করতে এবং পা ফাটা দূর করতে এলোভেরার ব্যবহার গুরুত্বপূর্ণ।
-
আপনি চাইলে ভেসলিন জেল এর সঙ্গে লেবুর রস মিশিয়ে পায়ে লাগাতে পারেন।
কেননা এটি আপনার পা নরম করতে এবং পায়ের গোড়ালি ফাটা থেকে আপনাকে বাঁচাতে
কার্যকারী টোটকা হিসেবে কাজ করে থাকে।
-
হালকা গরম পানিতে বেকিং সোডা দিয়ে দিন। এবার বেকিং সোডা মিশ্রিত পানিতে পা
কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর ঝামা দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে
ফেলুন। এবং ময়শ্চেরাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখুন পা ফোটার
সমস্যা দূর হয়েগেছে।
-
অলিভ অয়েল এর সাথে কিছু তিলের তেল, কিম্বা নারিকেল তেল, সরিষার তেল, বাদাম
তেল ব্যবহার করতে পারেন। কিংবা রাতে ঘুমোনোর সময় ভেজিটেবল অয়েল লাগিয়ে
ঘুমিয়ে যেতে পারেন এতেও উপকার পাবেন।
পা ফাটা দূর করার ওষুধ
পা ফাটা দূর করার ওষুধ? কমবেশি আমাদের সকলকেই পা ফাটার সমস্যায় ভুগতে হয়। এই পা ফাটার সমস্যা থেকে বাঁচার জন্য যা করা উচিত। তা হল কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করার মাধ্যমে পা ফাটা দূর করা যাই। আবার যারা ঘরোয়া টোটকা তে বিশ্বাস করেন না, কিংবা ঘরোয়া টোটকা ব্যবহারের সময় পান না।
- Krack Cream
- Emolent Cream
- Cracksol Cream
- Fona Cream
- Avon Foot Warks Cream
- Bio Active Banana Foot Cream
- Urea Cream
- Horse oil Cream
- Ramy Pa Phata Cream
কোন ভিটামিনের অভাবে পা ফাটে
বদ অভ্যাস বদলানো দরকার
বদ অভ্যাস বদলানো দরকার? আমাদের দৈনন্দিন জীবনের সাথে আমরা এমন ভাবে জড়িয়ে আছি যে প্রয়োজনের বেশি কোন কিছু খেয়াল রাখি না। পা আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ। যার উপর নির্ভর করে সারাটা দিন চলাফেরা করি। দিনশেষে পায়ের যত্ন নিতে ভুলে যায়। শীতকালে পায়ের একটি মারাত্মক সমস্যা হল পা ফাটা। কিছু অভ্যাস বদলানোর ফলে পা ফাটা থেকে মুক্তি পাওয়া যাই। আমরা যারা নিয়মিত শরীর যত্ন নিতে অলসতা করি। আমাদের উচিত নিয়মিত ত্বকের পাশাপাশি সঠিক যত্ন নেওয়া। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
শেষ কথা: ২ মিনিটে পা ফাটার সমস্যা দূর
২ মিনিটে পা ফাটার সমস্যা দূর? মানবদেহে একটি মূল্যবান অঙ্গ হলো ত্বক। আর এই মূল্যবান অঙ্গটিকে রক্ষা করা বিশেষ দায়িত্ব হলো আমাদের। আমাদের শরীরের মধ্যে কোন অংশ ক্ষত হলে ব্যথা অনুভব হয়। সঠিক সময়ে ক্ষত না সারালে ইনফেকশন এবং অনেক রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শীতকালে তীব্র শীতের কারণে অধিকাংশই মানুষের পা ফোটার সমস্যা হয়ে থাকে। সেই সমস্যার সমাধান হিসেবে ঘরোয়া উপায়ে যদি কিছু নিয়ম ফলো করি। তাহলে খুব দ্রুতই সমস্যার সমাধান করা যেতে পারে।
পা এর যত্নে উপরের নিয়ম অনুসরণ করলে সমস্যার সমাধান সম্ভব। আশা করি আমাদের পোস্টটি পড়ে আপনি অনেক উপকৃত হবেন। কেননা আমরা ঘরোয়া উপায়ে খুব কম সময়ে পা ফাটার সমস্যার সঠিক সমাধান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। অনুগ্রহ করে সর্বদা আমাদের পাশে থাকবেন। আমাদের সাপোর্ট করবেন যেন আমরা ভালো ভালো আর্টিকেল আপনাদের দিতে পারি ধন্যবাদ💗
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url