থার্টি ফাস্ট নাইট কি বা নববর্ষ উদযাপন করা হাদিসে জায়েজ আছে কি
পেজ সূচিপত্রঃ থার্টি ফাস্ট নাইট বা নববর্ষ উদযাপন করা হাদিসে জায়েজ আছে কি
- থার্টিফার্স্ট নাইট কি
- থার্টি ফাস্ট নাইট অর্থ কি
- থার্টিফার্স্ট নাইটের ইতিহাস ,থার্টিফার্স্ট নাইট ইসলাম কি বলে
- থার্টিফার্স্ট কি ইসলামের সমর্থিত
- থার্টিফার্স্ট নাইট এর ইতিহাস
- থার্টি ফাস্ট নাইট এর ইসলাম
- থার্টিফার্স্ট নাইটহারাম -৩১ নাইট ইসলাম কি বলে?
- কথায় প্রথম উদযাপিত হয়
- শেষ কথা
থার্টিফার্স্ট নাইট কি
থার্টিফার্স্ট নাইট হলো খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে ৩১শে ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ পহেলা জানুয়ারি প্রথম প্রহর ৩১শে ডিসেম্বর এই দিনে রাত বারোটার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসবমুখর পরিবেশ । নতুন বছরে বরণ করতে পালন করা হয় নানান ধরনের অনুষ্ঠান নাচ ও নিত্য ইত্যাদি কিন্তু কিছু মুসলমান রাষ্ট্রের এই দিনটি পালিত হয় না । যেমনঃ ইসরাইল ,সৌদি আরব, নেপাল, ও আফগানিস্তান ইত্যাদি দেশগুলো রাষ্ট্রীয় ক্যালেন্ডার অনুসরণ করলেও পালন করে না।
৩১শে ডিসেম্বর এই দিনকে বলা হয়নি নিউ ইয়ার মূলত এই দিনটি নতুন বছরকে বরণ করার
জন্য পালন করা হয় থার্টিফার্স্ট নাইটের ইতিহাস থেকে জানা যায় ১৭৫২ সাল থেকে
ইংরেজি নববর্ষ পরিচালিত হয়। ফাস্ট নাইট সম্পর্কে পরবর্তীতে আমরা এ সম্পর্কে
জানতে পারবো
থার্টি ফাস্ট নাইট অর্থ কি
থার্টিফার্স্ট নাইট ইংরেজি শব্দ । ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থাৎ রাত অর্থ 31 এর রাত ইংরেজি নতুন বছরকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন করা হয় । বিভিন্ন দেশে এই দিনটিতে পাবলিক হলিডে পালন করা হয় বিভিন্ন ধরনের উৎসবে পালনের মাধ্যমে মুখরিত করা হয় । এই দিনটি খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসারে এই দিবস পালন করা হয়। থার্টি ফাস্ট নাইট কে নিউ ইয়ার পার্টি ও বলা হয়।সময়কালের চিরাচরিত নিয়ম অনুযায়ী পুরাতন কে বিদায় জানিয়ে সূচনা হয় নতুনের । ঠিক সেই নিয়ম অনুসারে পরিবর্তন এসেছে।
আন্তর্জাতিক ক্যালেন্ডার শিরোনামে ২০২৪ বিদায় জানিয়ে নতুন করে পথযাত্রা শুরু হয়েছে ২০২৫ সালের প্রথম জানুয়ারি উদযাপন শুরু হয় ।কয়েকশো বছর আগে সর্বপ্রথম নববর্ষ উদযাপন শুরু হয় খ্রীষ্টের জন্মের ২০০১ বছর আগে আর সে সময় এক ১ মার্চকে বলা হতো নববর্ষের প্রথম দিন কারণ রোমান দিন পঞ্জিকা অনুসারে মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাসে বছর গণনা হতোপহেলা জানুয়ারি নববর্ষের প্রথম দিন হিসেবে গণনা শুরু হয় খ্রীষ্টের জন্মের ১৫৩ বছর আগ থেকে সে সময় জুলিয়াস সিজার প্রাচীন রোমান দিনপঞ্জিকায় একে জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে অন্তর্ভুক্ত করেন।
মধ্যযুগীয় সময়ের ৫৬৪ খ্রিস্টাব্দে ইউরোপের বিভিন্ন অঞ্চলে এটি চালু হয় .তবে দিনপঞ্জিকা অনুযায়ী ১ই জানুয়ারি বছরে প্রথম দিন হিসেবে চালু করা হয় । আর ব্রিটিশরা তাদের পার্লামেন্ট ক্যালেন্ডার কে নিজেদের ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করেন।
থার্টিফার্স্ট নাইটের ইতিহাস ,থার্টিফার্স্ট নাইট ইসলাম কি বলে
থার্টি ফাস্ট নাইট বলতে এখানে আমরা আলোচনা করব থার্টি ফাস্ট নাইটের ইতিহাস থেকে উল্লেখযোগ্য কয়েকটি দিক নিয়ে যে বিষয়গুলো আপনাকে থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে বিশদ তথ্য দেবে । খ্রিস্টীয় বর্ষপঞ্জি অনুসারী বছরের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর এই দিনে করা হয় মানে দিবাগত সন্ধ্যা কে বোঝানো হয় পশ্চাত্যের অনেক দেশে এই দিবসকে শুধু সিলভেস্টার দিবস বলা হয় ।
এই দিনে বিশ্বের সকল মুসলমান মানুষ বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগাযোগ বা যোগদান করে নাচ গান খাওয়া-দাওয়া আতশবাজি ইত্যাদির মাধ্যমে উৎসবকে মুখরিত করে তোলে পহেলা জানুয়ারি ভোর পর্যন্ত পালিত হয় ।থার্টিফার্স্ট নাইট সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। (সূরা আল- ইমরানঃ ১৩১)। থার্টিফার্স্ট নাইট উদযাপন বর্জন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
থার্টিফার্স্ট কি ইসলামের সমর্থিত
এক অশ্লীলতা ও বেহাইয়া পোনা
শিরক যুক্ত স্লোগান
বিজাতীয় সাদৃশ্য
৩১ নাইট উদযাপন সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি এ রাত্রিতে বলে ও মেসেঞ্জার এর মাধ্যমে অভিবাদন জানানো আতশবাজি ,পটকা বাজি,ফ্যাশান শো,ফায়ার প্রে, ট্যাটু বা উল্কা অঙ্কন, ডিজে পার্টি্কনসার্ট শ্রবণসহ বিজাতীয় সংস্কৃতির সাথে।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদের অন্তর্ভুক্ত আহমদ। (আবু দাউদ মিশকাতঃ ৪৩৪৭)
থার্টিফার্স্ট নাইট এর ইতিহাস
এই থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস অনেক বিরল খ্রিস্টপূর্ব ৪৬ সালে জিনিয়াস
সিজারের হাত ধরে সর্বপ্রথম ইংরেজি না অবশ্য উদযাপিত হয় । পরবর্তীতে পার্শ্ব
সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে এই প্রচলন করেন এই ধারাবাহিকতায় পার্শ্ব
এখনো উৎসব পালন করা হয় । পার্শ্ব হতে ধীরে ধীরে বহিত হয়ে মধ্য
প্রাচ্য, মুসলিম দেশ ও ভারত সহ বিভিন্ন দেশে এই উৎসব পালিত হয় । বিভিন্ন
দেশে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই উৎসব পালন করা হয় ।
পরবর্তীতে খ্রিস্টীয় নীতি অনুযায়ী সারা বিশ্বে প্রক্রিয়ার ক্যালেন্ডার
অনুযায়ী একটি ডিসেম্বর এই দিনে নববর্ষ পালন করা হয় । শুধুমাত্র মুসলিম দেশগুলো
ব্যতিরেকে ইসলামী ইংরেজি সাল গণনার বিষয়টি ইংরেজদের আবিষ্কার নয়, একটি
গেগ্রিয়ান বা খ্রিস্টানদের আবিষ্কার তাই এটিকে ইংরেজি নববর্ষ নয় গেগ্রিয়ান
নববর্ষ বলা হয় ১৭৫২ সালে ইংরেজরা পহেলা জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন
করে ইতিহাস থেকে বোঝা যায় এটি গেগ্রিয়ান নববর্ষ ।
থার্টি ফাস্ট নাইট এর ইসলাম
বর্তমানে বিশ্বের সব দেশেই এই উৎসব পালিত হলেও মুসলমান দেশে ৩১শে ডিসেম্বর এই দিনে উৎসব পালিত হয় না । বছরের শেষ রাতে মধ্যরাত থেকে উৎসব পালন করা খ্রিস্টীয় সংস্কৃতি। ইসলামের এই উৎসবকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এখনই আমরা জানতে পারবো থার্টিফার্স্ট নাইট ইসলাম কি বলে এ সম্পর্কে ? অন্য
কোন ধর্মের রীতিনীতি বা উৎসব পালন করা মুসলমানদের জন্য বৈধ নয়। যেহেতু এই উৎসব
খ্রিস্টীয় সংস্কৃতি থেকে এসেছে, তাই ৩১শে ডিসেম্বর এই দিনে থার্টিফার্স্ট নাইট
উৎসবটি পালন করা মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষ মুসলমানের
জানা উচিত থার্টি ফার্স্ট নাইট ইসলাম কি বলে এর সম্পর্কে।
আল্লাহ তা'আলা কুরআনের মাধ্যমে এ সম্পর্কে জানিয়েছে। আল্লাহ তা'আলা বলেন যে
ব্যক্তি ইসলমে ধর্মের রীতিনীতি ছাড়া অন্য কোন ধর্মে অনুসরণ করবে । কখনো তার সেই
আমল গ্রহণ করা হবে না। পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে । সূরা আল
ইমরান আয়াতঃ ৮৫ । রাসুল (সাঃ) বলেছেন যে, ব্যাক্তি অন্য জাতির আচার-আচরণে সভ্যতা
সংস্কৃতিতে সদস্য করবে । সে ওই দলের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে (আবু দাউদ)।
শুধুমাত্র বিজাতীয় সংস্কৃতি নয় মুশরিকদের সাহায্য গ্রহণ করতেন না। আমাদের নবী
অন্য একটি হাদিসে এসেছে-
হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত , এক মুসলিম বিশ্ব নবীর কাছে এসে যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলে নবী বললেন তুমি ফিরে যাও আমরা মুশফিকদের সাহায্য চাই কারণ প্রত্যক্ষ ধর্মেরই রয়েছে নির্দিষ্ট রীতি নীতি ও করণীয় তাই মুসলমান ধর্মের রয়েছেন নির্দিষ্ট দিকনির্দেশনা এবং হাদিসের এ বিষয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন তাই উনারা ইসলামের ওই উৎসবকে অবৈধ বলে ঘোষণা করেছেন ।
থার্টিফার্স্ট নাইটহারাম -৩১ নাইট ইসলাম কি বলে?
দেখুন থার্টিফার্স্ট নাইট ইসলাম কি বলে। সেই সম্পর্কে ইসলামে থার্টি ফার্স্ট নাইট হারাম বলে ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর এ দিনের রাত বারোটার পর থেকে নভেম্বর নববর্ষ উদযাপনের নামে নানান রকম নাচ -গান ,আতশবাজি করা হয় । অনুষ্ঠানগুলোতে মদ্কযপান করার ব্যবস্থা থাকে। তাছাড়া এই দিনের নগ্ন হয়ে ছবি তোলা, নাচ গান করা হয় । থার্টিফাস্ট এর স্ট্যাটাস আপলোড করা হয়। যেগুলো যুব সমাজকে ধ্বংসের পথে পরিচালিত করে সেই মধ্যরাতে এই অনুষ্ঠান পালন করা হয়।
তখন মুসলমানদের তাহাজ্জুদের সময় এ সময় আল্লাহ তা'আলা নিজে বান্দাদেরকে ইবাদতের জন্য ডাকেন উনার কাছে সাহায্য ক্ষমা চাওয়ার জন্য বলেন । এই গুরুত্বপূর্ণ সময় মুসলমানদের জন্য নাচ গানে মগ্ন থাকা ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকারক ।
কথায় প্রথম উদযাপিত হয়
- ২০০৯ সালে এই দিনে একই স্থানে ব্ল মুন ও চন্দ্রগ্রহণ হয় ।
- ২০১৪ সালে এই দিনে তৎকালে সর্ববৃহৎ উচু দালান তাইপেন ১০১ খুলে দেওয়া হয় ।
- ১৮৭৯ সালের এই দিনে থমাস আলভা এডিসন অফিসিয়ালি তার Incandesent lighting bulb প্রদর্শন করে .
- ১৬০০ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়.
শেষ কথাঃ
আমাদের আজকের পোস্ট থার্টিফার্স্ট নাইটের ইতিহাস এবং থার্টিফার্স্ট নাইট ইসলাম কি
বলে? তাই নিয়ে পড়ে নিশ্চয়ই উপকৃত হয়েছেন। জানতে পেরেছেন থার্টি ফার্স্ট
নাইটের ইতিহাস এবং কেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে করা বৈধ নয় আমরা মুসলমান
আছি। তারা নিশ্চয়ই ৩১ ডিসেম্বর এই দিনে যে কোন অনুষ্ঠান থেকে বিরত
থাকব।
এটা আমাদের আল্লাহুও নবীর নির্দেশ। আর যদি আমাদের পোস্টটি পড়ার পর আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ।এবং শেয়ার করে আমাদের সকল মুসলমান ভাই ও বোনকে এই বিষয়ে অবগত করবেন। "ধন্যবাদ"💗
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url