ফ্রিল্যান্সিং শিখে বেশি টাকা আয় করা ৭টি উপায়
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনলাইনে কোন কাজ করে তার বিনিময়ে অর্থ আয় করাকেই ফ্রিল্যান্সিং বলে। ঘরে বসে সঠিক উপায়ে আয় করার একটি মাধ্যম হল ফ্রিল্যান্সিং করা। বর্তমান এই পেশাকে অনেকে সময় নষ্ট না করে চাকরির পাশাপাশি পার্টটাইম এবং ফুল টাইম হিসেবে নিচ্ছে।
পোস্ট সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং শিখে বেশি টাকা আয় করার উপায়
- ফ্রিল্যান্সিং শিখে বেশি টাকা আয়
- ডিজিটাল মার্কেটিং শিখে টাকা আয়
- গ্রাফিক্স ডিজাইন শিখে টাকা আয়
- ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখে টাকা আয়
- আর্টিকেল রাইটিং শিখে টাকা আয়
- গেম ডেভেলপমেন্ট শিখে টাকা আয়
- সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ
- SCO এক্সপার্টের কাজ
- ভিডিও এডিটিং শিখে টাকা আয়
- লেখক এর মন্তব্যঃ ফ্রিল্যান্সিং শিখে বেশি টাকা আয়
ফ্রিল্যান্সিং শিখে বেশি টাকা আয়
ফ্রিল্যান্সিং শিখে বেশি টাকা আয়? আপনি যদি সময় নিয়ে মার্কেটপ্লেসগুলো ভিজিট করেন। তাহলে দেখতে পারবেন সেখানে বিভিন্ন ধরনের কাজ আছে। যে কাজগুলো রয়েছে সেসব কাজের চাহিদা এক না। কিছু কিছু কাজের চাহিদা বেশি রয়েছে আবার কিছু কিছু চাইতে কম তাই আমরা পরিচিত করিয়ে দিব যে সাতটি কাজের চাহিদা বেশি। ১ থেকে ২ টি সেক্টর চার্জ করে আপনি আপনার ফ্রিল্যান্সিং জগতে জার্নি কনফিডেন্সের সাথে শুরু করতে পারেন। যে সেক্টরগুলোতে ফ্রিল্যান্সিং কাজের চাহিদা বেশি সেগুলো আপনার সুবিধার্থে নিচে আলোচনা করা হলোঃ
ডিজিটাল মার্কেটিং শিখে টাকা আয়
ডিজিটাল মার্কেটিং শিখে টাকা আয়? ডিজিটাল মার্কেটিং? মার্কেটিং বলতে এখানে দোকানে গিয়ে কিংবা বাজারে গিয়ে পণ্য বিক্রি করাকে বোঝানো হয়নি। এখন পণ্য র্মার্কেটিং করার জন্য কিংবা কোন কিছু প্রচারণার জন্য বাজারে বাজারে গিয়ে ঘুরতে হয় না। এখন ঘরে বসেই পণ্যের মার্কেটিং করা যায়। আর এটাকে বলে ডিজিটাল মার্কেটিং। সহজভাবে বলতে গেলে অনলাইনে আপনার প্রোডাক্টগুলোর বিজ্ঞাপন প্রচার করা।
- ইউটিউব মার্কেটিং।
- ফেসবুক মার্কেটিং।
- ই-মেইল মার্কেটিং
- ইনস্টাগ্রাম মার্কেটিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- কনটেন্ট মার্কেটিং
- ব্র্যান্ড ট্র্যাটেজি মার্কেটিং
- SCO মার্কেটিং
বিষয়টা এমন নয় আপনি অন্য কাজ করে আয় করতে পারবেন। মার্কেটপ্লেস গুলোতে ডিজিটাল মার্কেটিং এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আপনি যদি Upwork,SEO এক্সপার্টদের প্রোফাইল দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে তারা প্রতি ঘন্টায় কত ডলার ইনকাম করে থাকে। তারা ঘন্টায় প্রায় ৮০০ থেকে ১০০০ ডলারের উপরে কাজ করে থাকে। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং বুঝতে পারছেন। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বিশ্ববাজারে কি পরিমান।
গ্রাফিক্স ডিজাইন শিখে টাকা আয়
গ্রাফিক্স ডিজাইন শিখে টাকা আয়? গ্রাফিক্স ডিজাইন? ডিজাইন একটি সৃজনশীল কাজ। এই পৃথিবীতে কেউ সৃজনশীল মন নিয়ে জন্মগ্রহণ করে না। চেষ্টা পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একজন শিল্পীর জন্ম হয়। গ্রাফিক ডিজাইনের বেলায় একই নিয়ম আপনি যত সুন্দর করে একটা ডিজাইন করবেন তত আপনার কাজের প্রশংসা হবে এবং তত বেশি আপনার কাজের চাহিদা দিন দিন বাড়বে।আপনি কাজ করতে যাবেন, সেই সেক্টরে গ্রাফিক ডিজাইনের কাজ দেখতে পাবেন।
অপরকে সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজের তালিকা মধ্যে একটি হচ্ছে গ্রাফিক ডিজাইন।
গ্রাফিক্স ডিজাইন চাহিদা সম্পন্ন কাজের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে
আছে। গ্রাফিক্স ডিজাইন এর ক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন সেগুলো হলঃ ইউ
আই-ইউ এক্স, লোগো ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজি ফটো প্যাকেজিং, ফটো এডিটিং ,
মার্কেটিং মেটেরিয়াল ডিজাইন ইত্যাদি বিষয় নিয়ে।
দিন দিন গ্রাফিক ডিজাইনের কাজের চাহিদা কেমন বেড়েই চলেছে। আপনি চাইলে কাজ করে ২৪ ঘন্টা ৩০ থেকে ৩৫ ডলার ইনকাম করতে সক্ষম হবেন। আর কোন গ্রাফিক ডিজাইনার যদি কোম্পানির আন্ডারে কাজ করে তাহলে তার বেতন ৪০ থেকে প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি হয়ে থাকে। অনেক ডিজাইনার ছোট ছোট কাজ শিখে সেই সব ডিজাইন বিভিন্ন সাইডে বিক্রি করার মাধ্যমে অনেক টাকা আয় করে।
ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখে টাকা আয়
ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখে টাকা আয়? ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ? আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হতে পারেন। তাহলে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকায় আপনার পেছনে ছুটবে। বর্তমান বিশ্বে সব ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলপদের ব্যাপক চাহিদা । ওয়েব ডেভেলপারদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইট কে নিয়ন্ত্রণ করা। এবং তার সাথে সে ওয়েবসাইটে একজন এডমিন কিভাবে ঢুকবে, এডমিন কিভাবে সে ওয়েবসাইটে সেটিং চেঞ্জ করবে, সকল বিষয়ে সার্ভিস প্রদান করে থাকে।
- ফ্রন্ট এড
- ব্যাক এড
- CSS
- HTML
- Javascrips
- PHP
- MySQL
- Node.is
- Javascript ইত্যাদি।
- ব্লগ ওয়েবসাইট
- ওয়েবসাইট
- সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট
- কোম্পানির ওয়েবসাইট
- নিজের ব্যবসা ওয়েবসাইট ইত্যাদি
ওয়েবসাইট আপনি দুইভাবে তৈরি করতে পারবেন
- কোডিং করে
- ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন করে
আর্টিকেল রাইটিং শিখে টাকা আয়
আর্টিকেল রাইটিং শিখে টাকা আয়? আর্টিকেল রাইটিং বিষয়টিকে এক নাম্বারে রাখা উচিত ছিল। কেননা রাইটিং মানে কি বললে লেখা লিখি নয়-তার সাথে রয়েছে জ্ঞান তথ্য এবং সৃজনশীলতার প্রকাশ। একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে কিওয়ার্ড রিচার্জ থেকে শুরু করে পাঠকের চাহিদার দিকগুলো সহ সকল ধরনের খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা রাখতে হয়। যে কোম্পানির হয়ে লিখবেন সে কোম্পানির ব্র্যান্ডিং এবং লেখাকে এসইও ফ্রেন্ডলিও করতে হয়। যদিও বর্তমানে রাইটিং এর উপর ফ্রিল্যান্সিং জব পাওয়া কিছুটা কঠিন। তবে ভালো লেখক হলে আপনাকে জব লেস থাকতে হবে না।আপনি চাইলে নিজের ব্লগে লিখে মাসে কয়েক হাজার ডলার আয় করতে পারে। আর্টিকেল রাইটিংকেকয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো নিচে উল্লেখ করা হলোঃ
- কপিরাইটার (Copy writer)
- আর্টিকেল রাইটার (Article Writer)
- টেকনিক্যাল রাইটার (Technical writer)
- কনটেন্ট রাইটিং (Content writing) ইত্যাদি।
গেম ডেভেলপমেন্ট শিখে টাকা আয়
গেম ডেভেলপমেন্ট শিখে টাকা আয়? বর্তমানে মোবাইল এবং কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবং ভিডিও গেমের চাহিদা তার থেকেও অধিক হারে বাড়ছে। বর্তমানে গেম খেলেন না এমন মানুষ পাওয়া যাবে না। ছোট বড় প্রায় সকলেই এই গেমের সাথে সম্পৃক্ত। কেউ অনেক বেশি পরিমাণ খেলে আবার কেউ কম খেলে। প্রাই বেশিরভাগ মানুষ গেম এর প্রতি দুর্বলতা আছে। গেমের প্রতি মানুষের বেশি পরিমাণ চাহিদা আছে বলেই ব্যাপক হারে গেম ডেভেলপমেন্টের চাহিদা বাড়ছে। বৈদেশিক গেমিং পদ্ধতি পূর্বের বছরের তুলনায় প্রায় ১২ থেকে ১৩ শতাংশ বেড়ে প্রায় 20 হাজার 230 কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ
সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ? প্রোগ্রামের কাজগুলো বিশেষ করে কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট জন্য ফ্রিল্যান্সারদের অনেক চাহিদা রয়েছে। কারণ এটা এমন একটি দক্ষতা কাজ যা সবার দ্বারা হয় না। এ কাজের পরিশ্রমিক বেশি। আপনি চাইলে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ শিখে প্রতি ঘন্টায় ৭০- ৮০ ডলার আয় করতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের এর জন্য আপনি ল্যাঙ্গুয়েজ গুলো আয়ও করে ফেলতে পারেন।
- Javascript
- C++
- Python
- Java
- C
SCO এক্সপার্টের কাজ সম্পর্কে জানুন
SCO এক্সপার্টের কাজ সম্পর্কে জানুন? SCO এক্সপার্টের কাজ? "ব্লগার" কিংবা "ওয়েবসাইট ওনার" তারা এই নামটির সাথে পরিচিত। বর্তমানের সময় সবচেয়ে ট্রেনডিং এবং চ্যালেঞ্জিং মার্কেটিং হল SCO মার্কেটিং। একজন এক্সপার্ট অনলাইনে কত ভাবে নিজের অধিপত্য বজায় রেখে বিভিন্ন সেক্টর হতে ইনকাম করতে পারে তা বলে শেষ করা যাবে না। SCO এক্সপার্ট হতে গেলে অনেক ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন হয় এবং দীর্ঘদিন যাবত কাজ করতে হয়।
তাই একজন SCO এক্সপার্ট এর দাম অন্যান্য কাজের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে পারেন। তাহলে অনলাইনে কাজ করে ইনকাম করার পাশাপাশি নিজের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারেন। একজন প্রফেশনাল SCO এক্সপার্ট ঘন্টা প্রতি ইনকাম ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
ভিডিও এডিটিং শিখে টাকা আয়
আর্টিকেল রাইটিং শিখে টাকা আয়? বর্তমানে ভিডিও এডিটিং কাজের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। youtube থেকে শুরু করে facebook, twitter, instagram সব ধরনের প্লাটফমের ভিডিও চাহিদা রয়েছে। আর এই ভিডিওকে সুন্দরভাবে অবস্থান করার জন্য এডিট করা প্রয়োজন পড়ে। সেই জন্য বড় বড় প্রতিষ্ঠান কোম্পানি তাদের বিজ্ঞাপন তৈরি করার জন্য ভিডিও এডিটর খুজে থাকেন। এছাড়া চলচ্চিত্র, মিউজিক ভিডিও, নাটক, ছোট ছোট বিজ্ঞাপন জন্য ভিডিও এডিটরদের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে তারা ফ্রিল্যান্সারদের ভাড়া করেন।
- Adobe Premiere Pro
- Wondershare Filmora
- Vegas Pro
- Camtasia
- Magix Movie Edit pro
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url