ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ৫ টি ওয়েবসাইট
ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এ বিষয়ে আপনি হয়তো জানতে চাচ্ছেন। আপনি ঠিক জানেন নাযে ঝাপসা ছবি কিভাবে পরিষ্কার করা যায়। তাহলে আমি বলব আপনি এ বিষয়ে জানার জন্য ঠিক আপনি জায়গাতেই এসেছেন। আমরা আপনাকে ঝাপসা ছবি স্পষ্ট করার টেকনিক সম্পর্কে পরিষ্কার ধারণা দিব।
আজকে আমরা এখানে ঝাপসা ছবি ও অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ওয়েবসাইট এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়।
পেজ সূচিপত্রঃ ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ওয়েবসাইট
- ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ওয়েবসাইট
- AVAide এর মাধ্যমে ছবি পরিস্কার করার টেকনিক
- Remini AI ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট
- অস্পষ্ট ছবি স্পষ্ট করার ওয়েবসাইট Fotor
- ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট Cutout Pro
- Picwish দিয়ে অপরিস্কার ছবি পরিস্কার করার টেকনিক
- পরিস্কার করার টেকনিক
- শেষ কথা
ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ওয়েবসাইট
ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ওয়েবসাইট? অপরিষ্কার, ঝাপসা, অস্পষ্ট ছবি পরিষ্কার করার একটি উত্তম ওয়েবসাইটের মাধ্যমে উত্তমভাবে ক্লিন করা যায় সে টেকনিক সম্পর্কে যদি জানতে চান তাহলে পড়তে থাকুন আমাদের এই আর্টিকেলটি। আপনি হয়তো অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছেন একটা ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। কেননা ঝাপসা ছবি দেখতে ভালো লাগে না, এ ঝাপসা ছবি আমরা কোন সোশ্যাল মিডিয়া শেয়ার করতেও পারি না ,আমাদের ফোনের ক্যামেরার পিক্সেল কম হওয়ার কারণে ছবি ক্লিনও আসে না।
আমরা আপনাকে এমন একটি ওয়েবসাইটের সঠিক তথ্য দিবো যেখানে আপনি ঝাপসা ছবি পরিষ্কার করতে পারবেন ফ্রিতে তাও আবার আনলিমিটেড কোন একাউন্ট খোলা ছাড়াই।আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আমরা আপনাদেরকে এমন ওয়েবসাইট সম্পর্কে জানাতে যাচ্ছি যে ওয়েবসাইট দিয়ে আপনি খুব সহজে একটা ঝাপসা ছবি পানির মতো ক্লিয়ার করতে পারবেন
যে সকল ওয়েবসাইট ফ্রি এবং কিছু ওয়েবসাইট লিমিটেড ফ্রি আর কিছু ওয়েবসাইট এক
বারের জন্য ব্যবহার করা যায়। তাই চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের
এই আলোচনার বিষয় ঝাপসা ছবি স্পষ্ট করার টেকনিক।
AVAide এর মাধ্যমে ছবি পরিস্কার করার টেকনিক
AVAide এর মাধ্যমে ছবি পরিস্কার করার টেকনিক ? অপরিষ্কার ছবি স্পষ্ট করার অনেক ওয়েবসাইট রয়েছে। সেসকল ওয়েবসাইট গুলোর মধ্যে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় একদম ফ্রিতে আনলিমিটেড বারবার যে ওয়েবসাইটের ঝাপসা ছবি ক্লিন করা যায় তাদের মধ্যে অন্যতম ওয়েবসাইটের নাম হচ্ছে AVAide.com
এই ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওয়েবসাইট আপনাকে কোন লগইন করা ছাড়াই ওয়েবসাইডে প্রবেশ করতে দিবেএবং সকল ঝামেলা ছাড়াই আনলিমিটেড ফটো ডাউনলোডের সময় কোন ওয়াটার মার্ক লাগবে না।
- প্রথমে আপনি AVAide.com লিখে গুগলে সার্চ দিন। তারপর ছবিতে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন একই প্রসেসে ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। আপনি ওই ওয়েবসাইটটি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে যে কোন কিছু দিয়ে করতে পারবেন একই নিয়মে। প্রথম যে "AVAide Offical Site" অপসান আসবে সেটাতে ক্লিক করুন।
- তারপর ছবিতে Tools নামের যে অপসান আছে সেটাতে ক্লিক করলে নিচে একটা মেনু আসবে। তারপর সেই মেনুতে চিহ্ন করা Image Upscaler অপশনে ক্লিক করুন।
- তারপর choose a photo একটি অপশন আসবে। ওই অপশনে ক্লিক করলে আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। সেখান থেকে আপনার পছন্দমত একটা ছবি সিলেক্ট করুন। তারপর ওপেন বাটনে ক্লিক করুন।
- একটা পেজ চলে আসবে সেই পেজে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে আপনার অরজিনাল ফটো এবং ডানপাশের ঝাপসা ছবি স্পষ্ট করার পরের ফটো এবং আপনি আরো দেখতে পাচ্ছেন ওই পেজের ওপরে প্রথম দুইটা অপশন "2x(SD) 4x(HD)" আপনি ফ্রিতে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন এবং তার পরে শেষ দুইটা অপশনের "6x(SHD)8x(UHD)মাধ্যমে আপনি যদি ফটো আরো High Resulation বানাতে চান। তাহলে আপনাকে এই ওয়েবসাইটের প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে। তারপর নিচে থাকা Save বাটনে ক্লিক করুন।Save বাটনে ক্লিক করলে আপনার এডিট করা ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।
তাহলে আমরা জানতে পারলাম এই ওয়েবসাইট মাধ্যমে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। আসুন আর কোন ওয়েবসাইটের মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় সেই সম্পর্কে জেনে নিন।
Remini AI ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট
Remini AI ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট? এই ওয়েবসাইটের কাজ হল আপনাদেরকে ঝাপসা স্পষ্ট ছবিগুলোকে ক্লিয়ার করা ছবিগুলোকে উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্লিয়ার করতে পারবেন অথবা পুরনো ছবিগুলোকে ক্লিয়ার করে দেওয়া।
- ঝাপসা অথবা পিক্সিলেটেড ছবি ক্লিয়ার করা
- ক্ষতিগ্রস্ত ছবি পরিষ্কার করা
- পুরনো ক্যামেরার নিম্ন মনের ছবি HD করা
- ফোকাসের বাইরে ছবি ক্লিয়ার করা
অস্পষ্ট ছবি স্পষ্ট করার ওয়েবসাইট Fotor
অস্পষ্ট ছবি স্পষ্ট করার ওয়েবসাইট Fotor? চলুন এবার ফটোর কথা বলা যাক। এটি একটি অল -ইন- ওয়ান ফটো এডিটিং ওয়েবসাইট। এটি ছবি এডিট করার জন্য ব্যবহার করে এর ইন্টারফেস সবার জন্য সহজ তাই যে কেউ এটা ব্যবহার করতে পারে Fotor AI দিয়ে এক ক্লিকেই ঝাপসা ছবি ক্লিয়ার করা যায়।
- আলো ঠিক করা
- ছবিটা স্পষ্ট করা
- এক্সপোজার ঠিক করা
- ছবি পরিষ্কার করা
- ছবি কাটা এবং সহজ পরিবর্তন
- ফিল্টার এবং ইফেক্ট দেওয়া
- টেক্সট এবং স্টিকার যোগ করা
- কোলাজ বানানো
ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট Cutout Pro
ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট Cutout Pro? Cutout Pro একটি AI চালিত প্ল্যাটফর্ম যার মাধ্যমে ছবি আপনি ব্যাকগ্রাউন্ড সরাতে মোবাইল দিয়ে ছবি এডিট করতে এবং ছবি ক্লিয়ার করতে পারেন।যে মূলত ছবি থেকে অবাঞ্ছিত অংশগুলো বাদ দিয়ে বাকি অংশটিকে বের করে আনে যেমন ধরুন একটি ছবিতে একটি লোক আছে কিন্তু তার পিছনে অনেক লোক রয়েছে আপনি শুধু সেই লোক টিকে বের করে আনতে পারবেন আপনারা এভাবে খুব সহজে কোন একটি নির্দিষ্ট অবজেট কে বাদ দিয়ে বাকি গুলো বের করে নিতে পারবেন।
- ঝাপসা ছবি ক্লিয়ার করা
- ছবি রং স্পষ্ট করা
- আপনার ছবি থেকে অবহিত বস্তু বা মানুষ সরিয়ে ফেলে।
- ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা
- স্বচ্ছ PNG ইমেজ তৈরি করা
Picwish দিয়ে অপরিস্কার ছবি পরিস্কার করার টেকনিক
Picwish দিয়ে অপরিস্কার ছবি পরিস্কার করার টেকনিক? এরপরে আমরা জানবো ঝাপসা ছবি স্পষ্ট করা এবং অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক আরেকটি পদ্ধতি বা ওয়েবসাইট সম্পর্কে সাইটের নাম হচ্ছে Picwish .com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন। কিন্তু এ ওয়েবসাইট দিয়ে আপনি যদি ছবি পরিস্কার করতে চান তাহলে প্রথমে আপনাকে Log in করতে হবে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে।
এই ওয়েবসাইট থেকে আপনি শুধুমাত্র একটা রেজুলেশন 698/932 Px ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি এর চেয়ে বেশি পিক্সেলের ছবি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে। তাহলে আসুন দেখে নিয়েই কিভাবে ছবি স্পষ্ট করবেন
পরিস্কার করার টেকনিক
- সর্বপ্রথম যা করতে হবে তা হল PicWish.com ওয়েবসাইটের নাম লিখে গুগলে সার্চ দিতে হবে। এরপর ছবিতে দেখান একটা পেজের মত আপনার সামনে একটা পেজ শো করবে। সেই পেজে Log in নামের অপশনে ক্লিক করুন।
- সেই অপশনে ক্লিক করলে আপনার সামনে যে ছবিটি আসবে। সে পেজে Unblur Image নামক অপশানে ক্লিক করুন।
- ক্লিক করলে আপনার সামনে একটি ফোল্ডার ওপেন হবে। সেখান থেকে আপনি আপনার ফটো কে এডিট করতে চাচ্ছেন সেই ফটো সিলেক্ট করে ওপেন করুন।ফটোটি ওপেন করার পর আপনার সামনে একটি পেজ আসবে সে পেজে আপনি দেখতে পাচ্ছেন আপনার পূর্বের ফটো এবং এডিট করার পরের ফটো আপনার সামনে চলে আসবে।
- যদি আপনি দেখেন পেজের ডান পাশের ডাউনলোড ইমেজ অপশন আছে তবে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে নিচে দুইটি অপশন আসবে সেই দুটি অপশনের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে ফ্রী ইমেজ নামের অপশন আপনি ফ্রি-মেজ অপশনে ক্লিক করেন ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন আর যদি এর চেয়ে ভালো রেজুলেশন এর ফটো ডাউনলোড করতে চান তাহলে নিচের (HD) ইমেজ অপশন নেই ক্লিক করলে আপনি এইচডি ইমেজ ডাউনলোড করতে পারবেন কিন্তু সেটা ডাউনলোড করার জন্য আপনাকে ওয়েবসাইটের প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে।
PicWish এ আপনি যা করতে পারবেনঃ
- ঝাপসা ছবি ধারালো করা আপনার ঝাপসা ছবিগুলো স্পষ্ট করে তোলে।
- রেজোলিউশন বাড়ানো ছবির মান উন্নয়ন করে ।
- রং এবং ডিটেলস উন্নত করা ছবির রং এবং ডিটেলস আরো উন্নত করে।
- ব্যাকগ্রাউন্ড অপসারণ ছবির পেছনের অংশ সরিয়ে স্বচ্ছ বা সাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করে।
- ফটো রিটাচিং ব্রণ এবং অন্যান্য অপূর্ণতা সরিয়ে ছবি উন্নত করে।
শেষ কথা: ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ৫ টি ওয়েবসাইট
ঝাপসা ছবি বা অপরিষ্কার ছবি ক্লিন করার সঠিক ৫ টি ওয়েবসাইট? ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি। আশা করছি আপনি যে বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলেন তা জানতে পেরেছেন। আমরা পুরো আর্টিকেল জুড়ে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় ও গুলো ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি আর্টিকেল কোন মতামত বা প্রশ্ন করতে চান তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে জানাতে পারেন । আমরা আপনার মন্তব্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
আমরা পুরো আর্টিকেল জুড়ে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি যদি এই আর্টিকেলে কোন ভুল ধরা পড়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা তারপরে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব।আমাদের এই আর্টিকেলটি পড়ে যদি আপনি অতিরিক্তভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং তাদেরকে বেশি বেশি করে আমাদের আর্টিকেল শেয়ার করার জন্য অনুরোধ করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য " ধন্যবাদ "💗
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url