চুলের যত্নে কালোকেশী ১২ টি গুণ সম্পর্কে বিস্তারিত জানুন
আজকে আমরা এ আর্টিকেলে চুলের যত্নে ব্যবহৃত কালো কেশী ব্যবহার সম্পর্কে সঠিক গুনাগুন ও গাছের উপকারিতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা বিষয় ।
পেজ সূচিপত্রঃ চুলের যত্নে কালোকেশী সম্পর্কে
- চুলের যত্নে কালোকেশী সম্পর্কে
- চুলের যত্নে কালোকেশীর গুণ
- চুলের যত্নে কালোকেশী পাতার মাক্স
- চুলের ঘনত্ব বৃদ্ধিতে কালোকেশীর ঔষধি গুন
- মস্তিষ্ক সুস্থ রাখতে কালোকেশী গাছের অবদান
- চুল পড়া রোধে কালোকেশীর ব্যবহার
- চুল বৃদ্ধিতে কালোকেশী ব্যবহার
- কালোকেশীর রস ব্যবহারের নিয়ম
- চুলের যত্নে কালোকেশী
- চুলের যত্নে কালোকেশী ব্যবহারের সঠিক সমাধান
- শেষ কথা
চুলের যত্নে কালোকেশী সম্পর্কে
কালো কেশী গাছের উপকারিতা সম্পর্কে আমাদের সকল কে জেনে রাখা জরুরী যে, আমরা অনেকেই কালো কেশী গাছ চিনি আবার অনেকেই চিনি না। এ জাতীয় উদ্ভিদ ৫০ থেকে ৬০ সেন্টিমিটার এর মতো লম্বা হয়। আপনি যদি এই গাছকে আগাছা বলে অবহেলা করে থাকতে পারেন। কিন্তু এই গাছে রয়েছে এত পুষ্টিগুণ এত পুষ্টি উপাদান যা আমাদের শরীরের বিভিন্ন রোগ থেকে রোগকে দূরে রাখতে সাহায্য করে। আমি এখানে আপনাকে কালোকেশী গাছের ২৭ টি উপকারিতা সম্পর্কে জানাবো তাহলে চলুন জেনে নেওয়া যাক সে উপকারিতা গুলো
কালোকেশী পাতা অনেক জায়গায় কেশরাজ আবার অনেক জায়গায় কালোকেশী অনেক জায়গায় ভৃঙ্গরাজ ইত্যাদি নামে হিসেবে প্রসিদ্ধি। এই পাতা দিয়ে চুলের রং কালো করা হয় ও চুল ঘন করতে উপকারী বলে এমন নাম বাগানে লাগিয়ে রাখতে পারেন। কালোকেশীর ভিটামিন গুণ
চুলের যত্নে কালোকেশীর মাক্স
নারিকেল তে , টক দই, মেথি গুঁড়ো মিশিয়ে তার সঙ্গে ডিমের কুসুম ও কেশোরী পাতার রস দিয়ে দিন। যে মাক্স তৈরি হবে তা গরমে চুল পড়া থেকে রোধ করতে সাহায্য করবে। এছাড়া অকালপক্কতা রোধ করতে কার্যকরী ফল দিবে এই মাক্স।
চুল পড়লে কালোকেশী পাতা করবে রক্ষা
চুল যদি গরমে রোদ শুষ্কতায় ঝরে পড়তে থাকে তাহলে তা থেকে মুক্তি পাবার
উপায় রয়েছে আর এই মুক্তির উপায়টির নাম হল কালোকেশী পাতা। চুলের গোড়ার
কালোকেশী পাতার অনেক রকমের উপকারিতা হিসেবে অবদান রয়েছে। দেখে
নেওয়া যাক কোন কোন উপকার কালোকেশীপাতা থেকে আসে।
চুল পড়ার রুখতে যা যা করবেন
পাতলা চুল ঘন করতে এই পাতার গুনাগুন অপরিসীম একাধিক গবেষণাতে এই তথ্য উঠে এসেছে
আসলে ৬৩ পাতার রস আপনার কালভীর অন্তরে হেয়ার ফলিকল গুলির কে সংস্কৃতিও রাখে
বাড়ায় রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে চুলের বৃদ্ধি হয় দেখার মত।
চুল পড়ার রুখতে যা যা করতে পারেন তা হল,চুল প্রতিদিন পরিস্কার করে ধুয়ে নিতে পারেন। মাথায় নিয়মিত পরিষ্কার রাখুন।এছাড়াও হেয়ার ডায়ারের ব্যবহার বন্ধ রাখুন ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালোকেশী গাছ
আমাদের সকলের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা খুবই জরুরী এবং যদি এটি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকতে পারবো। আপনি যদি কেশরাজ বা কালোকেসীকে সেবন করেন তাহলে এটি আপনার শরীরে শক্তিশালী করতে সাহায্য করবে। মানব দেহে যে সকল সমস্যা থাকে।যেমনঃ বদহজম হওয়া ,ফোলা ভাব কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ থেকে বাঁচতে চাইলে কালকিশী সেবন করতে পারেন, এটি একটি ঔষধি গাছ।
ক্ষত নিরাময়ে কালোকেশী গাছ
ক্ষত নিরাময়ে কালকেশী গাছ বিভিন্ন জায়গায় যদি আপনার কেটে গিয়ে থাকে এবং রক্ত পড়তে থাকে তাহলে লাগান দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে ক্ষতস্থান টি শুকিয়ে যাচ্ছে। কালকেশীর কয়েটা পাতা নিয়ে থেঁতো করে,রস বের হয়ে এলে ক্ষত স্থানে দিয়ে দেন ক্ষত স্থান ভাল হয়ে যাবে। কালোকেশী একটি ঔষধি ভেষজ উদ্ভিদ।
চুলের ঘনত্ব বৃদ্ধিতে কালোকেশীর ঔষধি গুন
চুলের যত্নে চুল পড়া রোধে চুল থেকে খুশকি দূর করতে চুলের অকল্প কোথা রোধে
কেশরাজ তেল খুবই উপকারী। গবেষণায় দেখা গিয়েছে এই তেল এমন একটি বৈশিষ্ট্য আছে
যার চুলের ফলিকল গুলিকে উদ্দীপ্ত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে তুলে।
কালোকেশীতে এমন একটি ওষুধে গুণ রয়েছে যা মানবের চুলের যত্নে বিশেষভাবে ভূমিকা
পালন করে এবং চুলের ঘনত্ব দ্বিগুণ বাড়িয়ে দেয়।
ত্বকের যত্নে কালোকেশী উপকারিতা
ত্বকের যত্নে বিভিন্ন ক্ষেত্রে কেশরাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। কেননা এতে এন্ট্রি- অক্সিডেন্ট রয়েছে এবং এটি আপনার ত্বককে মসৃণ
করতে এবং লালদাগ কমাতে খুবই কার্যকরী। মশা নিধনে আপনি হয়তো বা বিশ্বাস করবেন
না মশা বংশ ধ্বংস করতে কেশরাজ ব্যবহার করতে পারবেন। দুই চামচ কেশ রাজের
কাঁচা রস ৫০০ মিলিমিটার পানির সাথে মিশাবেন। তারপর এটি আপনার ঘরের ভিতর বা
বাহিরে আশেপাশে স্প্রে করে দেবেন। দেখবেন মশার বংশ ধ্বংস হয়ে গেছে।
লিভারের সমস্যা দূরীকরণে কালোকেশী গাছের ঔষধি গুণ
লিভারের সুস্থতার জন্য লিভার কে বিভিন্ন ক্ষতিকারক টনিক্সের হাত থেকে বেঁচে রাখতে কেশরাজ খুবই উপকারী। কেশরাজ গাছের পাতার রস সেবন করার মাধ্যমে লিভার সুস্থ থাকে এবং এটি একটি ওষুধের মত কাজ করে। এটি একটি ঔষধালয়ের গাছ।
মস্তিষ্ক সুস্থ রাখতে কালোকেশী গাছের অবদান
মস্তিষ্কের সুস্থতা মস্তিষ্কের বৈশিষ্ট্য থাকতে পারে যা আপনার মস্তিষ্কে
সুস্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা পালন করে। অনেক আগে থেকে আয়ুর্বেদিক শাস্ত্রের
স্মৃতিশক্তি বৃদ্ধিতে এটি ব্যবহার করা হয়ে আসছে। কালোকেশী একটি আয়ুর্বেদিক
ঔষধি গাছ। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ,শরীর বল বৃদ্ধি করতে এবং মস্তিষ্ককে
সুস্থ সবল রাখতে এর গুরুত্ব অনেক।
ছত্রাক প্রতিরোধে কালো কেশী গাছের ব্যবহার
ছত্রাক প্রতিরোধে বিভিন্ন ছত্রাক প্রতিরোধে এটি খুবই উপকারী। আপনি যদি কেস
কালোকেশী গাছের রস নাও পান তাহলে একা রসকে ২৫০ মিলি লিটার তেলের বা নারিকেলের
তেল দিতে পারেন দিয়ে ব্যবহার করতে পারেন। ছত্রাক প্রতিরোধে কালকেশী গাছের
ব্যবহার অনেক উপকার লাভ হয়ে থাকে।
মানসিক চাপ দূর করতে
আমাদের বিভিন্ন দুশ্চিন্তা লেগেই থাকে আমাদের জীবনের আশেপাশে যা কিছু হোক না
কেন আমাদের সবকিছু দুশ্চিন্তার কারণ হয়ে যায়। এই সকল দুশ্চিন্তায়
এবং ট্রেস কমাতে কেসরাজ বা কালো কেশী খুবই প্রাচীন ফর্মুলা হিসেবে কাজ করে
আসছে। এটি একটি ঔষধালয় গাছ যে মানবদেহে ওষুধের কাজে লাগে। এটি একটি ঔষধি
গাছ।
কৃমি কমাতে কালো কেশী গাছের ব্যবহার
কৃমি কমাতে আপনি যদি কৃমির যন্ত্রণায় থাকেন এবং এর উপদ্রব কমাতে চান তাহলে
কালোকেশী লতাকে জাল দিন জাল দিয়ে সে নির্যাস তৈরি হবে যেটি ব্যবহার করলে আপনি
কৃমির উপদ্রব থেকে রেহাই পাবেন। এটি একটি ঔষধি গাছ, এর গুনাগুন অনেক এবং এটি
বিভিন্ন কাজে লাগে, সকল কাজের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে।
চুলের যত্নে কালোকেশী এর সঠিক ব্যবহার
চুলের যত্নে কেশরাজ ,ভৃঙ্গরাজ এর সঠিক ব্যবহার কিভাবে করা যায়। চুলের যত্নে কিভাবে কালোকেশী ব্যবহার করা যায় সে সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাকে জানাবো কিভাবে চুলের যত্নে বিভিন্ন উপকরণ বেবহার করে চুলের যত্ন নিতে হয় এবং কালো কেশরাজ বা ভৃঙ্গরাজ ব্যবহার করবেন। বিশেষ করে চুলের জন্য আপনি যদি চুলের বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে থাকেন । তাহলে আমাদের আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ুন।
যেমনঃ- চুল পড়া রোধ করতে চান, খুশকি সমস্যা থেকে মুক্ত হতে চান তাহলে কেশরাজ খুবই উপকারী উপাদান আপনার চুলের জন্য তাহলে চলুন জেনে নেয়া যাক কেশরাজ কিভাবে ব্যবহার করলে চুলের যত্ন নেওয়া সম্ভব হবে।
চুল পড়া রোধে কালোকেশী
যদি আপনার অতিরিক্ত দুশ্চিন্তার কারণে বেশি পরিমাণে চুল পড়ার সমস্যা দেখা
দেয়। তাহলে আপনি এই পদ্ধতি কাজে লাগাতে পারবেন তাহলে দেখবেন আপনি ভালো উপকার
পাচ্ছেন। আপনি ভৃঙ্গরাজ তেল মাথায় মালিশ করতে পারেন কালো কেশী তেল ব্যবহার
করার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এবং মাথা ঠান্ডা
থাকবে।
চুল বৃদ্ধিতে কালোকেশী এর ব্যবহার
আপনি যদি কালোকেশী তেল চুলের গোড়াতে ব্যবহার করেন। আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি
পাবে। যার ফলে চুল পড়া রোধ বেশি হবে। আপনি যদি কেশীর তেল ১০ মিনিট ভালো করে
চুলের গোড়াতে মালিশ করেন। তাহলে হাতেনাতে ফল পাবেন আশা করা যাক।
খুশকি দূর করতে কালোকেশীর ব্যবহার
আপনি যদি খুশকি সমস্যায় ভুগে থাকেন। খুশকি কি কোন ভাবে যাচ্ছে না। তাহলে সমাধানের জন্য কালো কেশীর তেল ব্যবহার করতে পারেন। কালোকেশীতে আছে এন্ট্রি ইনফ্লামেটরি উপাদান রয়েছে। যা খুশকি সমস্যার সমাধান হতে পারে। এমনকি ড্রাই স্কাল্পের এটি সমাধান করে থাকে ।
বয়স হওয়ার আগে চুল পাকা রোদে
অনেকেরি দেখা যায় বয়সের আগে চুল পেকে যাচ্ছে। যদি বয়সের পরে চুল পাকে তাহলে
সেটা প্রাকৃতিকভাবে কিন্তু যদি আপনার আগে এই চুল পেকে যায় তখন সে কারণে
স্বাভাবিকভাবে মানসিক দুশ্চিন্তায় পড়তে হয়। তাই আপনি যদি এই চুলের
অকালপক্কতা রোধ করতে চান তাহলে কালো কেশী তেল ব্যবহার করে দেখতে পারেন।। এটি
আপনাকে চুলকালো করে দিবে ,চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে ।
চুলের গোঁড়া মজবুত করায়
আপনি যদি চান যে আপনার চুলের গোড়া মজবুত হোক যেন সহজেই না ঝরে পড়ে। তাহলে ভৃঙ্গরাজ তেল ব্যবহার করতে পারেন। কালো কেশীর তেলে এত পরিমানে উপকারিতা রয়েছে যে, এটা যদি আপনি চুলের গোড়ায় মালিশ করেন। তাহলে আপনার চুলকে আরো মজবুত করে তুলবে এবং প্রাণবন্ত হয়ে উঠবে।
কেশরাজ পাতার আয়ুর্বেদিক শাস্ত্র গুনাগুন
কেশরাজ পাতার ব্যবহার সম্পর্কে যদি জানতে চান তাহলে পড়তে থাকুন। আমি আপনাকে জানাবো কালো কেশীর বিভিন্ন ব্যবহার সম্পর্কে। বিভিন্ন ভাবে বলা যেতে পারে, এটি একটি ঔষধি গাছ কেশরাজ। কালোকেশী উদ্ভিদের পুরোটাই আপনি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন উপকারে আসবে যেমন, পাতা, কান্ড, ফুল ও কেশ রাজের ফল। আপনি পাতা বেটে রস তৈরি করে মাথায় যদি লাগান তাহলে চুল পড়া বন্ধ হবে ।- চুলের অকালপক্ষতা রোদ হবে। চুলের গোড়া শক্ত হবে। মাথা ঠান্ডা থাকবে। এমন কি আরো চুলের যত্নে কালো কেশীপাতা কে ব্যবহার করতে পারেন। আপনি যদি কোন কীটনাশক হিসেবে ব্যবহার করতে চান তাহলে কেশ রাজ ব্যবহার করতে পারেন। এমনকি আপনি মশা নির্ধারণ হিসেবে ব্যবহারকরতেপারেন
- চুল পড়া রোধে যা করতে হবে, তা হল কেশোটি পাতার রস এর সাথে নারিকেল তেল,কারিপাতা, একটা গোটা জবা ফুল, আমলকী (কেটে নিয়ে) সবটা ফুটিয়ে নিতে হবে। এরপর তেল ছেঁকে রেখে দিন। এই তেল মাথায় মাখলে মাথা হবে ঠান্ডা চুল পড়া বন্ধ হবে। চুল হবে লম্বা ,কালো, উকুন তাড়াতেও এই তেলউপকারী।
- যদি দেখেন যে আপনার শরীরে কোন জায়গায় কেটে গিয়েছে এবং রক্ত পড়ছে তাহলে আপনি কেশপাতা কে বেটে পেস্ট বানিয়ে ,সেখানে যদি দেন তাহলে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ক্ষতস্থান খুব তাড়াতাড়ি সেরে যাবে এবং দেখবেন সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এমনকি দেখবেন আস্তে আস্তে ক্ষতস্থান টি শুকিয়ে গেছে ।
- আবার ওই উদ্ভিদকে আপনি ব্যাথা নাশক হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি আপনার হাত ব্যথা লাগে বা বিভিন্ন ধরনের ব্যাথা থাকলে বা আপনার শরীরের যে কোন ব্যথা হোক সে ব্যথাতে যদি কেশরাজ পাতা ব্যবহার করেন তাহলে ব্যথা উপসম্ম পাবেন। যদি নাকে ভেতরেও মাথায় এর রস লাগান তাহলে দেখবেন মাথা ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে গিয়েছে।
- আপনার লিভার কিডনির ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে আপনি যদি প্রতিদিন আধা কাপ পানির সাথে এক চা চামচ করে কেশরাজ পাতার রস সেবন করেন তাহলে দেখবেন আপনার শরীর থেকে বিভিন্ন ক্ষতিকারক উপাদান গুলো বের হয়ে যাচ্ছে। এমনকি সম্প্রীতিক গবেষণায় দেখা গেছে নিয়মিত দুই চামচ কে কেশ রাজের রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে।
কালোকেশীর রস ব্যবহারের নিয়ম
- বাড়ির আশেপাশে প্রধানত জলাস্থানের পাশে এই পাতার খোঁজ পাবেন। আপনি এই পাতা তুলে আনার পরে ভালো করে ধুয়ে নিন। পাতাগুলি ছাড়িয়ে আলাদা করে রাখুন। তারপর পাতাগুলি ভালো করে বেটে একটি পেস্ট বানিয়ে নিন। সেই পেস্ট আপনি সরাসরি মাথায় লাগাতে পারেন। না হলে এই পেস্ট একটি সাদা সুতির কাপড়ের ছেঁকে রস বের করে নিন। এই রস মাথায় মালিশ করলে ওর উপকার পাবেন। এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন সপ্তাহে ২ থেকে ৩ দিন এইভাবে চুলের যত্ন নিন।
- কালোকেশী পাতার রস সরাসরি আপনি লাগাতেই পারেন। তাছাড়া ব্যবহার করতে পারেন হেয়ার প্যাক হিসেবেও। সে ক্ষেত্রে আপনার প্রয়োজন ২ টেবিল চামচ কালোকেশী পাউডার এবং আমলকী পাউডার। একটি পাত্রের দুটি উপকরণ সমপরিমাণে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে দিন ঘরে তৈরি করে রাখা টক দই। প্রতিটি উপকরন ভালো করে মিশিয়ে হেয়ার প্যাক মাথায় লাগান এক ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহের দুই থেকে তিন দিন এই হেয়ার প্যাক ব্যবহার করবেন না । তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু বাড়বে।
- কালকেশী কিছু পাতা ধুয়ে নিন তার সাথে অ্যালোভেরা মেহেদি পাতাএবং নিমপাতা একত্রিত মিশ্রিত করে বেটে সাথে একটু মধু একটু লেবুর রস মিশিয়ে মাথায় লাগান উপকার পাবেন।
- কালোকেশীর পাতা সামান্য পানিতে ফুটিয়ে মাথায় লাগিয়ে রাখতে পারেন গোসলের আগে। ২০ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহের তিন দিন করতে পারেন। তবে সহজে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার জন্য বুঝে শুনে ব্যবহার করুন।
আয়ুর্বেদিক উপায় চুলের সমস্যার সমাধান
শেষ কথা: চুলের যত্নে কালোকেশী সম্পর্কে জানুন
আমরা তা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব । এই আর্টিকেল পড়ার পর যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় করে থাকেন এবং অন্যদেরকে উপকৃত করতে চান তাহলে আর্টিকেলটি আপনার বিভিন্ন বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের নিকট শেয়ার করুন যাতে তারা কালকেশী ব্যবহার যেনে চুলের যত্ন নিতে পারে। সেবন করে শরীরের যত্ন নিতে পারে। বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহার করে রোগ প্রতিরোধ করতে পরবে। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য -"ধন্যবাদ"।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url