আর্টিকেল লিখে ইনকাম করার সেরা ৯টি সঠিক টেকনিক
আর্টিকেল লিখে ইনকাম করার সেরা ৯টি সঠিক টেকনিক নিয়ে আমরা আজকের এই পোস্টটি শুরু করতে যাচ্ছি।আর্টিকেল রাইটিং এর মাধ্যমে যে টাকা ইনকাম করা যায় সে নিয়ম সম্পর্কে জানতে আমাদের এ পোস্টটি আপনাদের বিশেষভাবে সহযোগিতা করবেন.
আর্টিকেল লিখে ইনকাম করার সেরা ওয়েবসাইট
আর্টিকেল লিখে ইনকাম করার সেরা ওয়েবসাইট সম্পর্কে আমরা আপনাদের মাঝে আলোচনা করব ।বর্তমান সময়ে আর্টিকেল লিখে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। কিন্তু তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সেরা ওয়েবসাইট হচ্ছে ব্লগার ওয়েবসাইট। আপনি এই ব্লগার ওয়েবসাইট থেকে সারা জীবন আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। এই ব্লগার ওয়েবসাইট থেকে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব ।
কিন্তু ব্লগার ওয়েবসাইটে ইনকাম করার জন্য কিছু শর্ত রয়েছে । যে শর্ত গুলো রয়েছে তা আমি আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা সেই সকল বিষয় মেইনটেইন করে আর্টিকেল লিখবেন। তাহলে আপনারা খুব সহজে ব্লগার থেকে ইনকাম করতে পারবেন । আশা করি সমস্ত বিষয়গুলোর মধ্যে নিচের আলোচনা থেকে জান্পাত্তে পারবেন ।
সঠিক পদ্ধতিতে বাংলা আর্টিকেল লেখার নিয়ম
সঠিক পদ্ধতিতে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে আমাদের এই পুরো পোস্টটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে । বাংলা আর্টিকেল লেখার ক্ষেত্রে কিছু কার্যকারী ও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো প্রতি আপনাদেরকে গভীর মনোযোগ দিতে হবে । কেননা আপনি যখন কোন একটি বিষয়ে আর্টিকেল লিখবেন তখন আপনাকে অবশ্যই রাইটিং ফরম্যাটিং ঠিক রাখতে হবে।
কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন কোন একটি বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন তার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে "কিওয়ার্ড রিসার্চ " । কেননা আর্টিকেল রাইটিং এর পূর্বে কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত প্রয়োজন। কেননা আপনার আর্টিকেল টি গুগল রেংকিং করতে বিশেষভাবে সহযোগিতা করবে । যদি সঠিক উপায় কি ওয়ার্ড রিচার্জ করা হয় । তবে আপনি একটি ভাল মনের আর্টিকেল লিখতে পারবেন । আপনি যে বিষয়টি নিয়ে আর্টিকেলটি লিখবেন সে কিওয়ার্ডটির সার্চ ভলিউম কেমন এবং কি হবে সে বিষয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ।
কিওয়ার্ড রিসার্চ এ কিছু টপিক
একটি আর্টিকেল সম্পূর্ণ রূপে লেখার ক্ষেত্রে আরো কিছু কার্যকরী টিপস রয়েছে যেগুলো আমরা আপনাদের মাঝে আলোচনা করব যে বিষয়গুলো সঠিক পদ্ধতিতে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে দরকার তা আমাদের আর্টিকেল মধ্যেই থেকে জানতে বিশেষভাবে সহযোগিতা করবে ।
- আপনি যখন প্রথম অবস্থায় বা শুরুর দিকে আর্টিকেল লিখবেন তখন আপনাকে অবশ্যই যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম কম সে সকল বিষয় নিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হবে ।
- আপনি যখন আর্টিকেলটি লিখতে শুরু করবেন তখন আপনার আর্টিকেলটি শুরু হবে ফোকাস কিওয়ার্ড দিয়ে লিখতে হবে।
- প্রতিটি হেডিং এর নিচে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টি প্যারা লিখতে হবে এবং সর্বনিম্ন দুইটি ।
- প্রতিটি প্যারাতে প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লাইন লেখা থাকতে হবে
- আপনাকে প্রতিটি লেখা জাস্টিফাই করে লিখতে হবে ।
- কোন প্যারার লেখা বড় আবার কোন প্যারার লেখা ছোট এ ধরনের কোন লেখা যাবে না ।
কিওয়ার্ড রিসার্চ বলতে কী বোঝো
এক কথায় বলতে গেলে কিওয়ার্ড রিসার্চ কি? প্রথমত এ প্রশ্নটা আমাদের সবার মনে ঘোর প্যাচ খায়. কিওয়াড রিচার্জ বলতে কী বোঝায় ? আজ বিষয়টি আপনাদের মাঝে বিস্তারিত ভাবে আলোচনা করব।কিওয়াড বলতে বোঝায়, মানুষ কোন কিছু জানার উদ্দেশ্যে গুগলে যা কিছু লেখে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড । কেননা বহির্বিশ্বের প্রতিটি মানুষ কোন না কোন কিছু বিষয় নিয়ে গুগলে সার্চ করে থাকে। মানুষ মূলত এই জিনিসগুলো সার্চ করে অজানা তথ্যকে জানার উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে কিছু কিওয়াড নিয়ে আলোচনা করা হল।
- ফ্রিল্যান্সিং শেখার জন্য সেরা প্রতিষ্ঠান কোনটি
- কেন আমরা ফ্রিল্যান্সিং শিখব
- মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়
- ফ্রিল্যান্সিং করার জন্য কোন ধরনের ডিভাইস প্রয়োজন
- ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব
- পড়াশোনার পাশাপাশি কি ফিন্যান্সিং করা যায়
- ছাত্র জীবনে ফ্রিল্যান্সিং কতটা গুরুত্বপূর্ণ
- বাংলা আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করা যায়
- বাংলা আর্টিকেল লিখে ঘরে বসে ইনকাম করার সঠিক নিয়ম
এগুলো মূলত এক একটি কিওয়ার্ড । আপনারা নিশ্চয়ই এই কিওয়াড গুলো ব্যতীত আরো অন্য কিছু কিওয়ার্ড লিখে গুগলে , ফেসবুক্ ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া গুলোতে সার্চ করেন। আশা করি বিস্তারিত একটা ধারণা পেয়েছেন।
কিওয়ার্ড কত প্রকার ও কি কি
কীওয়ার্ড কত প্রকার ও কি কি সে বিষয়ে আমরা আপনাদের মাঝে এখানে কিওয়ার্ডের প্রকারসমূহ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব । আপনারা অনেকেই জানেন কীওয়ার্ড হচ্ছে মূলত দুই প্রকার। যথাক্রমেঃ-
- লং টেল কীওয়ার্ড
- শর্ট টেল কীওয়ার্ড
- লং টেল কিওয়ার্ডঃ তিন থেকে আটটি শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে Long Tail Keyword বলে । আর্টিকেল লেখার ক্ষেত্রে লং টেল কিওয়াড প্রয়োজন। কেননা আপনারা যখন আর্টিকেল লিখবেন তখন সর্বদা চেষ্টা করবেন আর্টিকেলটি লং কিওয়াড দিয়ে লেখা । আপনারা কখনো শট টেল কিওয়াড লিখবেন না ।
আপনি যখন গুগলে কোন একটি কিওয়ার্ডে সার্চ করবেন সে কিওয়ার্ডে সার্চ করবেন।সে কিওয়াডটির অ্যাবাউট রেজাল্ট যত কম হবে আপনার জন্য সে কিওয়ার্ড টি তত ভাল হবে ।
শুধু তাই নয় আপনারা যখন গুগলে কোন একটি কিওয়ার্ড লিখে সার্চ করবেন । তখন আপনাদের সামনে দশটি ফলাফল আসবে তার মধ্যে নিউজ পেপার ওয়েবসাইট সংখ্যা কম হলে কিওয়াডটি আপনার জন্য ভালো হবে ।তাই আপনার সর্বদা চেষ্টা করবেন যে সকল কি ওয়ার্ডে নিউজ পেপার ওয়েবসাইট কম রয়েছে সেগুলো নিয়ে আর্টিকেল লেখা ।
- শর্ট তেল কিওয়ার্ড ঃ দুটি শব্দ দ্বারা গঠিত কি শট র্টেল কিওয়ার্ডকে শর্ট টেল কিওয়ার্ড বলে । আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যখন কোন একটি কিওয়ার্ড সিলেক্ট করে আর্টিকেল লিখবেন তখন আপনারা অবশ্যই শট টল কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখবেন না। লং টেল কি ওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন। যাতে করে আপনারা আপনাদের আর্টিকেলটি খুব সহজেই গুগলের র্যাংকিং করাতে পারেন।
আর্টিকেল লেখার সময় পোস্টের টাইটেল কেমন হওয়া উচিৎ
আপনারা যখন কিওয়াড রিসার্চ করে কোন একটি টার্গেটেড সিলেক্টেড করে আর্টিকেল লিখবেন। তখন আপনাদের অবশ্যই সেই পোস্টের টাইটেলটি ৫ থেকে ৮ শব্দের মধ্যে হতে হবে এবং লোভনীয় করে রাখতে হবে । যে পোস্টটি আপনি লিখবেন তাতে টোটাল ১০ টা ফোকাস কিওয়াড ব্যবহার করতে হবে । এরপর সেকেন্ডারি কিবোর্ড হিসেবে আরো পাঁচটি কিওয়ার্ড ব্যবহার করতে হবে ।
এবং পোস্টের শুরুতে একটি ভূমিকা বাটন থাকবে যেখানে অন্য রিলেটেড পোস্টা টইটেল থাকবে। এমনকি প্রতিটি পোস্টে আরো পরুনএরকম ৪ টি সেকশন তৈরী করতে হবে। শেষ কথা ও মন্তব্য নিচে দুইটি পেরা লিখতে হবে ।আশা করি বিষয়গুলো আপনার ভালোভাবে বুঝতে পেরেছেন শেষ কথার নিচে কখনোই দুইটি বেশি প্যারা লিখবেন না ।
আর্টিকেল রাইটিং এ ওয়ান পেজ এসিও প্রয়োজন কেন
আর্টিকেল রাইটিং এ ওয়ান পেজ এসিও প্রয়োজন কেন সে বিষয়টি আমরা আপনাদের মাঝে আলোচনা করব । কেননা প্রতিটি আর্টিকেল লেখার সময় ইউনিকোড গুলো চলিত ভাষায় লিখতে হবে। এছাড়াও পোস্টের টাইটেলে বা শিরোনামে পাশ থেকে পাঁচটি শব্দের মধ্যে হতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া (?,-,!,।) এই চারটি চিহ্ন ব্যতীত আরো অন্য কোন বিশেষ চিহ্ন পোস্টের টাইটেলের ব্যবহার করা যাবে না। পোস্টের পারমালিং ইংলিশ কীওয়ার্ডে এক থেকে দুইটি শব্দের মধ্যে হতে হবে ।
পোস্ট কপি সংকান্ত তথ্য
আপনাদের আরও একটি কার্যকরী বিষয় হচ্ছে যে আপনারা অন্য কোথাও পোস্ট লিখে কপি করে কখনো পাবলিশ করবেন না । প্রতিটি পোস্ট অনলাইন ইনকাম, লাইফ স্টাইল , তথ্য , শিক্ষা, চিকিৎসক, সমকালীন তথ্য এবং সারা বছর ফেসবুক ও ইউটিউব লিখতে হবে না এমন জাতীয় কোন কন্টেন্ট লেখা যাবে ।ব্লক পোস্টে আপলোড কিতো প্রতিটি ছবি ওয়েব পী তে রাখতে হবে ।
ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
কনটেন্ট এর মধ্যে ইমেজ ব্যবহারের ক্ষেত্রে কোন প্রকার যৌন উত্তেজনা মূলক অশ্লীল ছবি ব্যবহার করা যাবে না । আরো অন্যান্য ওয়েবসাইট গুলোতে র্যাংকিংয়ে থাকা কোন টপিকের ওপর কন্টেন বা আর্টিকেল লেখা যাবে না। প্রতিটি পোস্ট ভালোভাবে ফরম্যাটিং করতে হবে না। অগোছালো লেখা বোল্ট করে লেখা কোন জায়গায় ছোট বা বড় করে লেখা যাবে ।
জলছাপ ব্যবহার করার নিয়ম
যে সকল ছবি চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে সেসব ছবির মধ্যে নিজের ওয়েবসাইটের ব্যান্ড লোগো অথবা জলছাব ব্যবহার করতে হবে । আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সব পোস্ট লাইফ টাইম আপডেট করে চালানো যাবে । সে সব পোস্ট এর ইমেজের মধ্যে কন ধরনের সাল উল্লেক করা যাবেনা ।প্রতিটি পোস্ট সর্বনিম্ন ১৫০০ শব্দের মধ্যে হতে হবে ।
ফোকাস কিওয়াড কেমন হওয়া উচিৎ
মেটা ডিস্ক্রিপশন এর শুরুতে ফোকাস কীওয়ার্ড রাখতে হবে । পোস্ট পড়ে লোন দিয়ে ফোকাস কিওয়ার্ড রাখতে হবে এবং দুই নাম্বার হেডিং টি ফোকাস কিওয়ার্ড দিয়ে শুরু হয় এবং প্রতিটি হেডিং এর শুরুতে কিওয়ার্ড প্রাসঙ্গিকভাবে এমপ্লয়মেন্ট করতে হবে । এবং প্রতিটি ইমেজকে ফোকাস কিওয়ার্ড দিয়ে রিনেম করতে হবে।
এ আই ব্যবহার করে কি আর্টিকেল লেখা যাবে
এ আই ব্যবহার করে কি আর্টিকেল লেখা যাবে সে বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে একটি বিশদ আলোচনা করব। বর্তমান যুগে আপনারা চাইলে এআই কে ব্যবহার করে অনেক কম সময়ের মধ্যে আর্টিকেল লিখতে পতিকেল। কিন্তু সেই সকল আর্টিকেল কোন কাজে আসবেনা । আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আর্টিকেলের মাধ্যমে ইনকাম করা । আর্টিকেল লিখে ইনকাম করার সবচাইতে জনপ্রিয় সাইট হচ্ছে ব্লগার ওয়েবসাইড ।
কেননা আপনি চাইলে সারা জীবন ব্লগার এ আর্টিকেল লিখে বিভিন্ন ইনকাম করতে পারবেন । সে ইনকাম টি মূলত আপনারা বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে করতে পারবেন । কিন্তু তার জন্য কিছু শর্তাবলী রয়েছে যেসব সর্ত গুলো আপনাদেরকে মেনে চলতে হবে । কেননা আপনারা যদি সে শব্দগুলো অনুসরণ না করেন বা না মানেন তাহলে আপনার জীবনে ইনকাম করতে পারবেন না । কিন্তু আপনার যদি ব্লগার সাইডে আর্টিকেল ইনকাম করতে চান । তাহলে এআই সাইট কে ব্যবহার করে আর্টিকেল লেখা যাবে না।
কেননা গুগলে কিছু শর্ত রয়েছে যে গুগলের নিয়ম মেনে চলতে হবে । গুগলের প্রথম শর্তটি হল প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে এবং সে ওয়েবসাইটটিকে সুন্দরভাবে থিম কাস্টমাইজেশন করতে হবে । কোন ধরনের কপিরাইট আসবে না সমস্ত আর্টিকেল আপনাকে লিখতে হবে । তাই সর্বদা চেষ্টা করবেন নিজে থেকে আর্টিকেল লেখা । আপনি কোন ধরনের এআইকে ব্যবহার করে আর্টিকেল লিখবেন না । এআইকে ব্যবহার করে আর্টিকেল আপনার ওয়েবসাইট ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । কেননা গুগলের বিষয় গুগল খুব মনোযোগ সহকারে দেখে গুগলের নিয়মের বাইরে কোন কাজ করা যাবে না । আশা করি আপনারা সব বিষয়গুলো খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। আপনার এই সমস্ত বিষয়গুলো সর্বদা মেনে চলার চেষ্টা করবেন ।
আপনারা সকল বিষয় মেইনটেইন করে আর্টিকেল লিখবেন তাহলে আপনারা খুব সহজে ব্লগার থেকে ইনকাম করতে পারবেন। আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন । আর্টিকেল লেখার ক্ষেত্রে উপরিক্ত বিষয়গুলো আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল লেখকের মন্তব্য ।
শেষ কথাঃ
সঠিক পদ্ধতিতে বাংলা আটিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে আমাদের এই পোস্টটি আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে । আর্টিকেল লিখে ইনকাম করার সেরা ওয়েবসাইট সম্পর্কে উপরে আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে সঠিক ভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করেছি।আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি যদি কোন ধরনের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটি পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই পোস্টটিতে যদি কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আপনার সুন্দর মতামতটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।তবে আমাদের ভুল গুলো আমরা খুব ঠিক করে সঠিক তথ্য দেয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের আর্টিকেল টা পড়ার জন্য " ধন্যবাদ "
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url