কমলা খাওয়ার- উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে ২০ টি তালিকা
পেজ সূচিপত্র ঃ কমলা খাওয়ার উপকারিতা - কমলা খাওয়ার অপকারিতা
- কমলা খাওয়ার উপকারিতা - কমলা খাওয়ার অপকারিতা
- কমলা খাওয়ার উপকারিতা
- কমলার ভিটামিন সমূহ
- কমলা মানব দেহে কি কি উপকার করে
- কমলা খাওয়ার সঠিক নিয়ম
- কমলা খেলে ঠান্ডা বা গ্যাস্টিকের সমস্যা
- ত্বকের যত্নে কমলার উপকারিতা
- কমলা খাওয়ার অপকারিতা সম্পর্কে
- কমলা খাওয়ার অসুবিধা
- আমাদের শেষ কথা: কমলা খাওয়ার উপকারিতা কমলা খাওয়ার অপকারিতা
কমলা খাওয়ার উপকারিতা কমলা খাওয়ার অপকারিতা
কমলা খাওয়ার উপকারিতা
কমলা খাওয়ার উপকারিতা? কমলার অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কমলা দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি খেতে সুস্বাদু এক ধরনের রসালো ফল। এ ফলটির রঙ কমলা কালার হওয়াতে নাম রাখা হয় কমলা। এটি কমলা লেবু নামে পরিচিত। গোল আকৃতির এ ফলটি কাঁচা থাকতে সবুজ পাকার পরে কমলা কালার হয়ে থাকে।
কমলার বৈজ্ঞানিক নাম
কমলা হল ছোট সাইট্রাস জাতীয় গাছের রসালো ফল। কমলা গাছের বৈজ্ঞানিক নাম হল " Citrus Reticulata "এটি রুটেসি পরিবারের সাইট্রাস গোত্রের একটি গাছ। কমলার কিছু সংকর ও অল্প কিছু পমেলোর সমন্বয়ে গঠিত। কমলা সরাসরি খাওয়া হয় ,জুস করে খাওয়া হয় আবার সালাদে ব্যবহার করা হয়।
কমলার ভিটামিন সমূহ
কমলা মানব দেহে কি কি উপকার করে
- ওজন কমাতে কমলার ব্যবহার ঃকমলায় কোন ধরনের সোডিয়াম ও ফ্যাট থাকেনা। কমলায় ফাইবার থাকাই এটি দীর্ঘ সময় পেট ভরে রাখতে সহায়তা করে। সকালের নাস্তায় খাবারের সঙ্গে কমলা রাখতে পারেন।
- কোলেস্টেরল কমাতেঃ কমলায় দ্রবণীয় ফাইবার থাকে, এটি খারাপ কোলেস্টেরল দূর করে, ভাল কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়তা করে।
- ডায়াবেটিসঃ ডায়াবেটিসে আক্রান্ত রুগিদের কমলা খাওয়া উপকারি। এতে উপস্থিত পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি দেহে ইন্সুলিন উৎপাদনে সাহায্য করে।
- ক্যান্সার থেকে রক্ষাঃ কমলা লেবুতে ডি-লিমোনিন থাকে। এটি এক ধরনের যৌগ। যা ফুস্ফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার,স্তনের ক্যান্সার ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এক সমীক্ষায় দেখা গেছে, ক্যান্সার আক্রান্তের ১৫ শতাংশ ক্ষেত্রে ডিএনএ,তে রুপান্তর ঘটে যা ভিটামিন সি দ্বারা প্রতিরোধ করা যাই।
- কিডনিতে পাথর: কমলা কিডনির জন্য অনেক উপকারি। কারন এতে ভিটামিন সি রয়েছে ,যা কিডনির পাথর প্রতিরোধ করে।
- হৃৎপিণ্ডঃ কমলায় প্রচুর পরিমানে ফাইবার, ভিটামিন বি৬,পটাসিয়াম এবং ভিটামিন সি থাকায় হৃৎপিণ্ড ভাল থাকে।
- বাতের ক্ষেত্রে, কমলাতে ভিটামিন সি রয়েছে। যা একটি ভাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। যা জয়েন্তগুলোর প্রদাহ কমাতে সহায়তা করে।
কমলা খাওয়ার সঠিক নিয়ম
কমলা খেলে ঠান্ডা লাগা গ্যাস্টিকের সমস্যা
কমলা খেলে ঠান্ডা লাগা গ্যাস্টিকের সমস্যা? আগের যুগের মানুষের একটি ভুল ধারণা ছিল। কমলা খেলে ঠান্ডা লাগে, আসলে কমলা খেলে ঠান্ডা লাগে এটা ভুল ধারণা। হঠাৎ যদি কোনক্রমে কমলো খাওয়ার পরে সর্দি কাশি লেগে যায়। তাহলে প্রধানত সকলে কমলাকে দোষারোপ করে থাকে। আসলে কমলা খেলে সর্দি কাশি বেড়ে যায় না সর্দি-কাশি নিরাময় হয়। কমলা খেলে আছে ডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে। এখন প্রশ্ন হল কমলা খেলে কি গ্যাস্ট্রিক হয়?
কমলা খেলে গ্যাসটিক হয় এই কথাটি সত্য নয়। খালি পেটে কমলা খেলে এসিড টি বেড়ে যেতে পারে। ভরা পেটে যদি আপনি কমলা খান তাহলে বাড়ার পরিবর্তে আপনি অনেক পরিবর্তন অনেক পুষ্টিগুণ পেয়ে যাবেন।
ত্বকের যত্নে কমলার উপকারিতা
ত্বকের কালো দাগ দূর করতে কমলার খোসা প্রয়োজনীয় পরিমাণে এসিড থাকার কারনে দাগ ব্লিচিং করতে সাহায্য করে। কমলার খোসা থেকে প্রাকৃতিক মাস্ক বানিয়ে ত্বকে লাগালে ত্বক পরিষ্কার করা যায়,যা স্কাবার দিয়ে করা উপকারি।
ত্বক ভাল রাখতে কমলার খেতে হবে। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি প্রায় ১২০ শতাংশ এ ফল থেকে পাওয়া যাই। কমলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা বাধক্যজনিত লক্ষণ গুলির জন্য পরিচিত।
চুলের যত্নে কমলার উপকারিতা
কমলার খোসা এবং রস মিশিয়ে শীতল মাস্ক তৈরি করা যাই, যা চুলের জন্য উপকারি। এটি চুলের ক্ষতিকর প্রভাব দূর করে।কমলার খোসা চুলের মলম মিটানোর জন্য একটি প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে থাকে।
খালি পেটে কমলা খেলে কি হয়
খালি পেটে টক জাতীয় ফল পরিহার করা উচিৎ। কমলায় প্রচুর এসিড থাকে। এতে পেট ও বুক জ্বালা পোড়া করে।
ঘুমের সমস্যা দূর করে
ওজন কমাতে কমলা ব্যবহার
কিডনি পাথরের সমস্যা থেকে মুক্তি
ব্রেনের সমস্যা আক্রান্ত
আনসারের মতো রোগ হ্রাস পায়
ব্লাড প্রেসার
কমলা খাওয়ার অপকারিতা সম্পর্কে
গ্যাস ও এসিডিটির সমস্যা
অতিরিক্ত ডায়রিয়া সমস্যা
ভিটামিন সি এর অতিরিক্ততা বৃদ্ধি
শিশুদের ক্ষেত্রে
কমলা খাওয়ার অসুবিধা সম্পর্কে জানুন
কমলায় উপকারের পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। যেমনঃ-কমলা খাওয়া গর্ভবতী ও দুগ্ধদান কারী মহিলাদের জন্য উপকারী। তবে যদি সীমিত পরিমাণে ব্যবহার করা হয়। অন্যথায় এটি শরীরের ক্ষতি করতে পারে।
- কমলা গুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা স্বাস্থোর পক্ষে ভাল। তবে বেশি খেলে পেটব্যথা হতে থাকে।
- ছোট বাচ্চাদের বেশি কমলা দেওয়া উচিত নয়। কারন এটি পেটে ব্যথা এবং সিনকোপের মতো সমস্যা তৈরি করতে পারে।
- যারা বিটা ব্লকারগুলি সেবন করেন, তাদের পরিমিত রূপে কমলা খাওয়া উচিত।
আমাদের শেষ কথা: কমলা খাওয়ার উপকারিতা কমলা খাওয়ার অপকারিতা
কমলার উপকারিতা সম্পর্কে আলোচনা শুরু করে আমরা বিস্তারিত ভাবে কমলা সম্পর্কে জানতে পেরেছি। আপনি যদি কমলা খেতে পছন্দ করেন এবং নিয়মিত কমলা খেয়ে থাকেন,তাহলে আপনাকে অবশ্যই এ বিষয়গুলো সম্পর্কে জেনে রাখতে হবে। কমলা খাওয়ার বেশ কিছু অপকারিতা রয়েছে। যদি অতিরিক্ত কমলা খান তাহলে প্রথমে এই বিষয় গুলো জেনে নিবেন।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এ ধরনের আর্টিকেল নিয়মিত পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ফলো করতে থাকুন। কারন আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ💗
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url